পুরোনো ছবি
করোনার ভুয়া প্রতিবেদন দিয়ে আড়াই লাখ টাকা আত্মসাৎ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে মামলার অভিযোগ গঠন করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর।
মামলার অন্য আসামিরা হলেন- দিপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। এদের মধ্যে দিপায়ন বসু ও অনিন্দ্য দত্ত পলাতক রয়েছেন। বাকিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।
মেট্রোরেলে কর্মরত ৭৬ শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া প্রতিবেদন দিয়ে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০২০ সালে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করা হয়।
মামলা তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে চার্জশিট দেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।