ফাইল ছবি
‘বাংলাদেশের বেষ্ট ব্যাংক ২০২২’ অ্যাওয়ার্ডে ভূষিত আওয়ামী লীগ নেতা ডা. এইচ বি এম ইকবালের প্রিমিয়ার ব্যাংক। ওই ব্যাংকের চার কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
তাদের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
রোববার (২৩ জুন) দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের আবেদনে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শহিদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা মুশফিকুল আলম, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ ও ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান সরকার।
দুদকের আবেদনে বলা হয়েছে, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ ও প্রধান কার্যালয়ের কিছু বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। এর মাধ্যমে ৪৩টি সন্দেহজনক তৈরি পোষাক রফতানিকারকে প্রায় তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাত করেছেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারায় অপরাধ করার অভিযোগ অনুসন্ধান চলমান।
আবেদন আরও বলা হয়েছে, অভিযোগের নিমিত্তে তিন সদস্যের একটি অনুসন্ধানকারী টিম গঠন করা হয়েছে। গোপনসূত্রে জানা যায়, অভিযোগ-সংশ্লিষ্ট নিম্নোক্ত ব্যক্তিগণ অর্থ পাচারসহ দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ একান্ত প্রয়োজন।
আপন দেশ/এসএমএ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।