মোহাম্মদ এনামুল হক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার পর এনবিআরের মোহাম্মদ এনামুল হকের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এনামুল হক সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার। তার বিরুদ্ধে অবৈধভাবে ১০ কোটি টাকা অর্জনের অভিযোগ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বৃহস্পতিবার (৪ জুলাই) এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।
এনামুল অবৈধ সম্পদ অর্জনের মামলা তদন্ত করছেন দুদকের উপ-পরিচালক ফারজানা ইয়াসমিন।
আরও পড়ুন>>> মতিউরের ৮৬৬ শতক জমি ও চার ফ্ল্যাট জব্দের নির্দেশ
আবেদনে তিনি উল্লেখ করেন, ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনামুলের মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তের মধ্যেই এনামুল তার সম্পত্তি হস্তান্তরের প্রচেষ্টা করছেন বলে আদালতে অভিযোগ তোলেন দুদক কর্মকর্তা।
আবেদনে তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এনামুলের স্থাবর সম্পত্তি ক্রোক করা একান্ত প্রয়োজন।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।