Apan Desh | আপন দেশ

জামায়াতের তাহের রিমাণ্ডে, বিএনপির আমীর খসরু কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ২৪ জুলাই ২০২৪

জামায়াতের তাহের রিমাণ্ডে, বিএনপির আমীর খসরু কারাগারে

আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

সরকার ঘোষিত কারফিউর মধ্যে গ্রেফতার বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।  বুধবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
এদিকে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  ধানমন্ডি থানার মামলায় বুধবার (২৪ জুলাই) তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এদিনে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানা থেকে গ্রেফতার প্রায় চারশ’জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে বিএনপি ও সমমনা দলগুলোর বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন। এ নিয়ে গত ৬ দিনে ঢাকায় অন্তত এক হাজার সাতশ’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হল।  

এর আগে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস-চেয়ারম্যান আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ গ্রেফতার হন।  এর মধ্যে আমীর খসরু ও নিপুণ রায়কে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া টুকু-আমিনুল-মিয়া গোলাম পারওয়ার ও নুরকে রোববার ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়