Apan Desh | আপন দেশ

আসিফ মাহতাব-আরিফ সোহেল ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ২৯ জুলাই ২০২৪

আসিফ মাহতাব-আরিফ সোহেল ৬ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

সেতু ভবনে হামলার মামলায় শিক্ষক আসিফ মাহতাব উৎসকে ৬ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। অন্যদিকে  আরিফ সোহেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি কোটা সংস্কার আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক।

সোমবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

গত শনিবার (২৮ জুলাই) রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। সেতু ভবনে হামলার কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে বনানী থানায় মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের কার্যক্রম করতে থাকেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন হামলা চালায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করে। দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আমাদের অফিসের সামনে এসে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আসামিরা অফিসের মূল ফটক ভেঙে সেতু ভবনের ভেতরে প্রবেশ করে। জিপ, কার, মিনিবাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, নিরাপত্তা ভবন, সিসি ক্যামেরা, ক্যান্টিন, গাড়িচালকদের কক্ষ, আনসার শেড, মুজিব কর্নার, জেনারেটর কক্ষসহ মূল ভবন ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটায়।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়