Apan Desh | আপন দেশ

আন্দোলনে গুলি না চালানোর বিষয়ে আদেশ কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ৩০ জুলাই ২০২৪

আপডেট: ১৭:১৫, ৩০ জুলাই ২০২৪

আন্দোলনে গুলি না চালানোর বিষয়ে আদেশ কাল

ফাইল ছবি

আন্দোলনে গুলি না চালানো ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হেফাজতের বিষয়ে দায়ের করা রিটের শুনানি আজকের মতো শেষ হলো। বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে আদেশ দিবেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি হয়।

রিটকারীদের জবাব দাখিলের জন্যও আগামীকাল দিন ধার্য করা হয়েছে। শুনানির একপর্যায়ে আদালত বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে এতো সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক। আন্দোলনের সমন্বয়কদের ডিবিতে রাখার এখতিয়ার নেই বলেও জানান।

আদালত বলেন, তাদেরকে হয় গ্রেফতার, না হয় আদালতে পাঠাতে হবে। এমন কিছু করবো না যাতে জাতির ক্ষতি হয়। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রিট পক্ষের আইনজীবীদের মধ্যে ব্যাপক তর্ক-বিতর্ক হয়। এতে বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর বলেন, নিজেরা নিজেরা মিলে গণতদন্ত কমিশন গঠন করেছেন তারা। তারাই আবার রিট করেছেন। সম্বয়কদের স্বজনরা তাদের সাথে দেখা করেছেন এবং বলেছেন তারা ভালো আছেন। এর পিছনে আইনজীবীদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়