Apan Desh | আপন দেশ

গ্রেফতার ৭৮ এইচএসি পরীক্ষার্থী জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৩, ২ আগস্ট ২০২৪

আপডেট: ২৩:২৫, ২ আগস্ট ২০২৪

গ্রেফতার ৭৮ এইচএসি পরীক্ষার্থী জামিনে মুক্ত

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সহিংসতার মামলায় গ্রেফতার হয়েছিল। 

শুক্রবার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে এ পরীক্ষার্থীরা জামিন পেয়েছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিনের ব্যাপারে উদ্যোগী হতে দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন।

এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২ আগস্ট) ছুটির দিনেও ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে পাঁচজন পরীক্ষার্থী জামিন পেয়েছেন।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে।

আপন দেশ/পিএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়