Apan Desh | আপন দেশ

কাল নিম্ন বুধবার উচ্চ আদালত চলবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৮, ৫ আগস্ট ২০২৪

আপডেট: ০০:১৮, ৬ আগস্ট ২০২৪

কাল নিম্ন বুধবার উচ্চ আদালত চলবে

ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশের অধস্তন আদালতের বিচারকাজ চলবে। বুধবার (৭ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ চলবে।

সোমবার (৪ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে রাতে এক বার্তায় মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আজ রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

প্রসঙ্গত, গত জুলাই মাস থেকে কোট সংস্কার নিয়ে চলা আন্দোলনে সারা দেশে পুলিশ ও ছাত্রলীগের হামলায় কয়েক শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন। শিক্ষার্থী ও সাধারণ মানুষের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশত্যাগের পর দায়িত্ব নেয় সেনাবাহিনী।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়