Apan Desh | আপন দেশ

মেননের ৬, ইনুর ৭ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ২৭ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৫১, ২৭ আগস্ট ২০২৪

মেননের ৬, ইনুর ৭ দিনের রিমান্ড

ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় এ মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে রাজধানীর আদাবর থানায় করা গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে আলাদা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারকরা।

এর আগে জাসদ সভাপতি ইনুকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে আটক করে ডিবির একটি টিম। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহাজান আলীকে গুলি করে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। শাজাহানের মা আয়েশা বেগম বাদী হয়ে নিউমার্কেট থানায় এ মামলা করেন।
 
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ। ইনু ২০১৪-২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 
 
সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়