ফাইল ছবি
সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৃথক মামলায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সকালে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গণঅভ্যুত্থানে রাজধানীর ভাসানটেকে নিহত হয়েছিলেন মোহাম্মদ ফজলু (৩১)। সে মামলায় অভিযুক্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
অপরদিকে গত ১৮ জুলাই রমনা এলাকায় গৃহকর্মী লিজার মৃত্যুর মামলায় অভিযুক্ত মোজাম্মেল বাবু। পৃথক দুই মামলায় তাদের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তার প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জর করে অদালত।
এরআগে গতকাল ভারতে পালানোর সময় ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক পুলিশে দেন। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।