ফাইল ছবি
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। অভিযানে একদিনে ৭৭৬টি মামলা করা হয়। একইসঙ্গে ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে ৭৭৬টি মামলা ও ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত টাকার মধ্যে ৭ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানকালে ৬০টি গাড়ি ডাম্পিং ও ৪০টি গাড়ি রেকার করা হয়েছে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।