ছবি: সংগৃহীত
একাত্তর টেলিভিশনের এমডি মোজাম্মেল হক বাবু আরেক হত্যা মামলায় গ্রেফতার। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মোজাম্মেল বাবুকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত সে আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, গত ১৯ জুলাই মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন তৌহিদুল ইসলাম ভুইয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী ইসমত জাহান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১৩ জনকে আসামি করা হয়।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। তবে স্থানীয়রা তাকে সীমান্ত এলাকা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। এরপর রমনা মডেল থানায় দায়ের করা অন্য একটি হত্যা মামলায় আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এবার নতুন করে বাড্ডা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।