ছবি: সংগৃহীত
সাজা স্থগিতের শর্ত পূরণে আদালতে আত্মসমর্পণ করবেন সাংবাদিক শফিক রেহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার দণ্ডপ্রাপ্ত মামলা এটি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে শফিক রেহমান আত্মসমর্পণ করবেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী।
শফিক রেহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, গত ২২ সেপ্টেম্বর সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার এক বছরের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এ স্থগিতাদেশের শর্ত অনুযায়ী তাদের আদালতে আত্মসমর্পণ করতে হবে। আদালতে আত্মসমর্পণের পরই আপিল দায়ের করা হবে। আপিলের শর্তে এক বছরের জন্য এ সাজা স্থগিত থাকবে।
মেজবাহ আরও বলেন, শর্ত অনুযায়ী শফিক রেহমান আদালতে আত্মসমর্পণ করবেন। ফলে তাকে কারাগারে যেতে হবে না।
প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার এবং মিজানুর রহমান ভূঁইয়া।
আদালত দণ্ডবিধির ৩৬৫ ধারায় (অপহরণ) আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধির ১২০-খ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারক রায়ে উল্লেখ করেন, উভয় ধারা অনুযায়ী সাজা একসঙ্গে কার্যকর হবে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ উচ্চপর্যায়ের নেতারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন।
২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। মামলার সাক্ষীদের মধ্যে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১২ জন সাক্ষ্য দিয়েছেন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।