ফাইল ছবি
সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুই মামলায় এ আদেশ দেয়া হয়।
বুধবার (২ অক্টোবর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এর পর শুনানি শেষে আদালত দোহার থানার মামলায় তিন দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলেন, সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জ আসনের এমপি নির্বাচিত হয়ে এলাকায় নানা অপকর্ম ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হন। ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বিফোরক মামলায় সালমান এফ রহমানের ৪ দিনের এবং দোহার থানার বিস্ফোরক মামলায় সালমান এফ রহমানের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত বলেও জানান তারা।
এর আগে ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরদিন ১৪ আগস্ট তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।