Apan Desh | আপন দেশ

আইন কমিশনের নতুন চেয়ারম্যান জিনাত আরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ২ অক্টোবর ২০২৪

আইন কমিশনের নতুন চেয়ারম্যান জিনাত আরা

ফাইল ছবি

আইন কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা। 

বুধবার (২ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌আইন কমিশন আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৯ নং আইন) এর ধারা ৫ এর উপ-ধারা (১) ও (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগের তারিখ হইতে পরবর্তী ০৩ (তিন) বৎসরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হইবেন।

এছাড়া সদস্য পদে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাঈমা হককে নিয়োগ দেয়া হয়েছে। চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

বিচারপতি জিনাত আরা ছিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি। তিনি ২০২০ সালের ১৪ মার্চ অবসরে যান। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়