ফাইল ছবি
পাঁচ বছর আগে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিবসহ তিন নেতা।
বুধবার (৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।
মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মামলার রায়ের জন্য এ দিন ধার্য তারিখ ছিল। তবে এ নিয়ে মামলার বাদী এবি সিদ্দিক ২০ বার আদালতে অনুপস্থিত রয়েছেন। পরে আদালত মামলাটি গড়হাজির দেখিয়ে খারিজ করে দেন এবং আসামিদের বেকসুর খালাস দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহার থেকে জানা যায়, ইলেক্ট্রিক ডিভাইসের মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানি দেয়ার অভিযোগে ২০১৮ সালের ১৬ আগষ্ট রাজধানীর তেঁজগাও থানার আমলী আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।