Apan Desh | আপন দেশ

অর্ধশতাধিক হত্যা মামলায় গ্রেফতার পলক-সালমানসহ ১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১১, ১৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:১৩, ১৪ অক্টোবর ২০২৪

অর্ধশতাধিক হত্যা মামলায় গ্রেফতার পলক-সালমানসহ ১৬

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন থানার প্রায় অর্ধশতাধিক হত্যায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে পুলিশি পাহাড়ায় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

মামলার অভিযোগে জানা যায়, আসামিদের বিরুদ্ধে মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা, বনানী থানার প্রায় অর্ধশতাধিক হত্যা মামলা রয়েছে। এসব অভিযোগের সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মেজর জেনারেল জিয়াউল আহসান, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, ফারজানা রূপা, দিলিপ কুমার আগর ওয়ালা, সাবেক সংসদ সদস্য সাদেক খান, শাজাহান খান, ডিবির অতিরিক্ত যুগ্ম কমিশনার মশিউর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিন বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালতকে পুলিশ জানায়, গত ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও বাকি আসামিদের তথ্য সংগ্রহে আসামির রিমান্ড প্রয়োজন।

আপন দেশ/মাসুম

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়