Apan Desh | আপন দেশ

তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ১৪ অক্টোবর ২০২৪

তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি

আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

সংগঠনটির নেতারা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ দাবি জানান। 

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তারেক রহমান এ সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত। শেখ হাসিনার নির্দেশে মিথ্যা মামলা হিসেবে দায়ের করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না।

জয়নুল আবেদীন বলেন, জুলাই গণহত্যার আসামি শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারকে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন তথা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়