Apan Desh | আপন দেশ

শহীদ আবু সাঈদ: শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ১৪ অক্টোবর ২০২৪

আপডেট: ২২:১১, ১৪ অক্টোবর ২০২৪

শহীদ আবু সাঈদ: শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ

ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষায় পাস করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল প্রকাশ হয়। এতে দেখা যায়, শহীদ আবু সাঈদ স্কুল ২-এ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন।

এ খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সহপাঠী ও আন্দোলনের সাথীরা আবু সাঈদকে স্মরণ করে পোস্ট শেয়ার করছেন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন ফেসবুকে লিখেছেন, ১১ তারিখ ক্যাম্পাসে মিছিলের পর ১২ তারিখ ছিল আবু সাঈদ ভাইয়ের নিবন্ধন পরীক্ষার দিন। আমরা তাকে বলেছিলাম, পরীক্ষা দিতে যান, আমরা বিকেলে মিটিং করব। কিন্তু তিনি আন্দোলনের কারণে পড়াশোনার জন্য প্রস্তুতি নিতে পারেননি।

দুঃখজনকভাবে আবু সাঈদ আমাদের মাঝে নেই। গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন তিনি। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়