Apan Desh | আপন দেশ

শেখ হাসিনাসহ ৫০ জনের গ্রেফতারি পরোয়ানা চায় প্রসিকিউশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ১৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:৫১, ১৭ অক্টোবর ২০২৪

শেখ হাসিনাসহ ৫০ জনের গ্রেফতারি পরোয়ানা চায় প্রসিকিউশন

ফাইল ছবি

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলার বিচারকাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গ্রেফতারি পরোয়ানা চাইবে ট্রাইব্যুনাল। একইসঙ্গে বিভিন্ন মামলায় গ্রেফতার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হবে।

গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনাসহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে।

তাজুল ইসলাম আরও জানান, বিচারক নিয়োগ হলে চলতি সপ্তাহেই জুলাই গণহত্যার অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছাড়াও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন হবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়