Apan Desh | আপন দেশ

স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ১৭ অক্টোবর ২০২৪

স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ এ আদেশ দেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানান।

আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি ২০১২ সালে বিজিবির নেতৃত্বে ছিলেন। তার ভাইদের পাসপোর্টে আজিজের সহযোগিতা ছিল। এ ছাড়া জোসেফের সাজা মওকুফেও তার ভূমিকা ছিল। আলজাজিরা তার দুর্নীতি নিয়ে প্রতিবেদন করেছে। আজিজ আহমেদ ২০২১ সালে অবসরে যান। তিন বছর পর তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়