Apan Desh | আপন দেশ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ২৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৫৪, ২৭ অক্টোবর ২০২৪

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার

ছবি সংগৃহীত

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার

রোববার (২৭ অক্টোবর ) রাজধানীর বসুন্ধরা আবাসীক এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক বলেন,  তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ আসন থেকে ৬ বার নির্বাচিত হন।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি তারিখে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন।

১৯৯৬ সালে তিনি বেসামরিক বিমান পরিবহন, পর্যটন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়