Apan Desh | আপন দেশ

বিগত ৩ এমপি-ইসিদের বিরুদ্ধে নোটিশ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫৫, ২৭ অক্টোবর ২০২৪

বিগত ৩ এমপি-ইসিদের বিরুদ্ধে নোটিশ

ফাইল ছবি

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি ও কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধান করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন) দুদক চেয়ারম্যানের কাছে নোটিশটি দেন।

নোটিশে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের নির্বাচনে পাতানো নির্বাচন হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের লোকজন নির্বাচিত হন।

নোটিশে আরও বলা হয়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত এমপি, মন্ত্রী ও সহযোগীরা অবৈধ সম্পদ গঠন করেছেন। জনমনে বিশ্বাস, বেশিরভাগ সম্পদ বিদেশে পাচার হয়েছে।

এ অবস্থায়, ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত এমপি ও কমিশনারদের বিরুদ্ধে তিন কার্যদিবসের মধ্যে অনুসন্ধান করতে হবে। যদি অনুসন্ধান না হয় তবে আইনি পদক্ষেপ নেয়া হবে।

নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্র সংস্কারের জন্য এসব অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। আন্দোলন বা প্রতিবাদের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি। আশা করা হচ্ছে, এ নোটিশের ফলে সরকার ও দুদক ব্যবস্থা গ্রহণ করবে।

আপন দেশা/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়