Apan Desh | আপন দেশ

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মামলা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:২২, ২৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:০৮, ২৯ অক্টোবর ২০২৪

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মামলা

ফাইল ছবি

দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন নোমান গ্রুপ। মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে এ মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করা হয়। এ মামলার বাদী নোমান গ্রুপের প্রশাসনিক ব্যবস্থাপক মুরাদুল ইসলাম।

মামলায় দৈনিক ইনকিলাবের সম্পাদক এ. এম. বাহাউদ্দীন এবং বিশেষ প্রতিবেদক সাইদ আহমেদকে বিবাদী করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম খান এসব তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন নোমান গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে ২০২২ সালের ৪ ডিসেম্বর, ২০২২ সালের ২১ ডিসেম্বর ও ২০২৪ সালের ২৭ অক্টোবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব।

আরও পড়ুন>>>ইনকিলাবের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা নোমান গ্রুপের

ওই প্রতিবেদনে নোমান গ্রুপের বিরুদ্ধে বন্ডের কাঁচামাল খোলাবাজারে বিক্রি করে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, অবৈধভাবে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের দেশ থেকে পলায়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্থের যোগান দেয়াসহ আরও ভিত্তিহীন, মিথ্যা, মানহানিকর অভিযোগ আনা হয়।

আইনজীবী আরও বলেন,  ইনকিলাব দীর্ঘদিন ধরে নোমান গ্রুপের বিরুদ্ধে এসব মানহানিকর প্রতিবেদন প্রকাশ করছে। তারা আনুষ্ঠানিক প্রতিবাদ ও আইনি নোটিশ দিয়েও ভুল স্বীকার করেনি। ফলে নোমান গ্রুপকে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হতে হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়