Apan Desh | আপন দেশ

হাইকোর্টের রুল: ৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৩০, ২৯ অক্টোবর ২০২৪

হাইকোর্টের রুল: ৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্ট ৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারি করেছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বে গঠিত বেঞ্চ এ রুল জারি করে।

রুলে বলা হয়, ৩৮তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার চূড়ান্ত ফল কেন কোটামুক্তভাবে/মেধার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

এর আগে ৩৮তম বিসিএসে কোটা পদ্ধতি অনুসরণ করায় বৈষম্যের শিকার হয়েছেন অনেক পরীক্ষার্থী। এ কারণে ১২০ জন পরীক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন। তিনি জানান, ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএস ও ২০১৮ সালের ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরবর্তীতে ৪ অক্টোবর কোটা সংস্কার আন্দোলনের কারণে সরকার কোটা প্রথা বাতিল করে।

তবে ৩৮তম বিসিএসে কোটা প্রথা প্রয়োগ করা হয়। যা রিটকারীদের জন্য ক্ষতিকর হয়েছে। অথচ ৪০তম বিসিএসে মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেয়া হয়। রিটকারীরা সে কারণে কোটামুক্ত ফল প্রকাশের দাবি জানিয়েছেন।

পিএসসি সবসময় চূড়ান্ত ফলের সময় বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে আসছে। যেমন ৩১তম বিসিএসে প্রতিবন্ধী কোটা চূড়ান্ত ফলের সময় কার্যকর করা হয়। একইভাবে ২০২৪ সালের ২৩ জুলাই সব চাকরির ক্ষেত্রে ৭ শতাংশ কোটা নির্দিষ্ট করে প্রজ্ঞাপন জারি করা হয়। পিএসসি চলমান নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের ২৩ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুসরণ করছে। যেমন– জুনিয়র ইন্সট্রাক্টর (টেক), উপ-সহকারী প্রকৌশলী, ড্রাফটসম্যান প্রভৃতি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রজ্ঞাপনের আগে হলেও পিএসসি বর্তমান প্রজ্ঞাপন অনুসরণ করছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়