সার্চ কমিটির প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বর্তমান সরকার গঠন করতে চায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন। এজন্য বেশ কিছুদিন আগে থেকেই খোঁজা হচ্ছিল একজন স্বাধীনচেতা ও ন্যায়পরায়ন ব্যক্তিকে। যিনি জাতিকে ১০জন ব্যক্তি খুজে দিবেন। যারা কিনা কমিশনার হিসেবে শপথ নেবেন। সমালোচনার ঊর্দ্ধে থেকে সম্পন্ন করে দিবেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। অবশেষে পাওয়া গেছে তাকে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সিনিয়র বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিযুক্ত করা হয়েছে। তিনি সার্চ কমিটির প্রধান।
সার্চ কমিটি প্রধান জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাড়ি বরিশাল। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরী। তিনিও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেন। এরপর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন জুবায়ের রহমান চৌধুরী।
১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
শেখ হাসিনার সরকার পতনের ৫দিন পর ১০ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তার সঙ্গে আপিল বিভাগের ছয় বিচারপতিও পদত্যাগ করেন।
পদত্যাগ করা বিচারপতিদের মধ্যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম ছিলেন। তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে এ দায়িত্বে ছিলেন। তার পদত্যাগে চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়।
প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেয়া হয়। পরে বিচারপতি জুবায়ের রহমানসহ হাই কোর্ট বিভাগের আরও চার বিচারককে আপিল বিভাগে নিয়োগ করা হয়।
হাই কোর্টে জ্যেষ্ঠতার ক্রমে তৃতীয় অবস্থানে আছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গত ১৩ অগাস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০৩ সালের ২৭ অগাস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান। দুই বছর পর হাই কোর্টে তার নিয়োগ স্থায়ী হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।