Apan Desh | আপন দেশ

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ১ নভেম্বর ২০২৪

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী

পল্টন থানার মো. মকবুল হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রপলিটিন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এর আগে, শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড আদেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবী মোকতাদিরের জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে তার ৫ রিমান্ড মঞ্জুর করেন ওই আদালত।

আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে ফাঁসানো হয়েছে। বিএনপি অফিসে হামলার সঙ্গে তিনি জড়িত নন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর নাখালপাড়া থেকে মোকতাদিরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক এমপি। তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৭ জানুয়ারিতে তিনি জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচিত হয়েছিলেন। এরপর শেখ হাসিনার গঠিত মন্ত্রিসভায় মোক্তাদির গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়