Apan Desh | আপন দেশ

ভোলার সাবেক এমপি মুকুল ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৬, ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:৪০, ১৪ নভেম্বর ২০২৪

ভোলার সাবেক এমপি মুকুল ঢাকায় গ্রেফতার

ছবি: সংগৃহীত

ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‍্যাব-২ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস। 

র‍্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, আলী আজম মুকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুরে সংঘটিত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। আলী আজম মুকুল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা। 

জানা গেছে, আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। দৌলতখান পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন এবং পরবর্তী দুই নির্বাচনে পুনরায় এমপি পদে জয়ী হন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে দেশে অসন্তোষের মধ্যে কয়েকজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী একের পর এক গ্রেফতার হচ্ছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়