Apan Desh | আপন দেশ

মতিঝিলে আ.লীগের ঝটিকা মিছিল, এবি ব্যাংক কর্মকর্তাসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৬, ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:১৫, ১৬ নভেম্বর ২০২৪

মতিঝিলে আ.লীগের ঝটিকা মিছিল, এবি ব্যাংক কর্মকর্তাসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা

মতিঝিল থানা। ইনসেটে ঝটিকা মিছিল- ছবি: আপন দেশ

রাজধানীর মতিঝিলে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এতে নামীয় আসামি করা হয়েছে ৩১ জনকে। অজ্ঞাতনামা আছে আরও ১২০ জন। গত ১২ নভেম্বর ১৫১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী এসআই মো. আব্দুল আজিজ সেক। থানার পুলিশ বলছে, মতিঝিলের আলোচিত ঝটিকা মিছিলের মামলাটি গুরুত্ব দিয়ে দেখছে। আসামিদের শনাক্ত করন এবং গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে মতিঝিলে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ কর্মী-সমর্থকরা। প্রাথমিক তদন্তের পর এ মিছিলের আয়োজক ও অংশগ্রহণকারী হিসেবে ৩১ জনের সংশ্লিষ্টতা পায় মতিঝিল থানা পুলিশ। অজ্ঞাতনামা আরও ১শ’ থেকে ১২০ জন এ মিছিলে অংশ নিয়েছেন বলে ধারণা পুলিশের। এর প্রেক্ষিতে পুলিশ বাদি হয়ে এন্টি টেররিজম এক্টের ৮,৯,১০,১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ১১। 

আসামি যারা:

মতিঝিল থানায় করা মামলার আসামিরা হলেন- ১। মারুফ আহম্মেদ মুনসুর কার্যকরী সদস্য ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ, ২। জিয়া হোসেন জিয়া (৪২), পিতা-তুরাব আলী, সাং-অজ্ঞাত, দফতর সম্পাদক জাতীয় শ্রমীক লীগ ঢাকা মহানগর উত্তর, ৩। হাসান (৩৫), পিতা-অজ্ঞাত, সাধারন সম্পাদক ২১ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ, বাড্ডা, ৪। আরিফুল হোসেন আকাশ (২৬), সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড, ছাত্রলীগ, পিতা-অজ্ঞাত, ৮৪ আরামবাগ, মতিঝিল, ঢাকা, ৫। মিরাজ বিশ্বাস (২৫), সভাপতি, মতিঝিল থানা, ছাত্রলীগ, পিতা-অজ্ঞাত, সাং-২২ আরামবাগ, মতিঝিল, ঢাকা, ৬। মাহমুদুল হাসান (৩০), সাধারণ সম্পাদক, মতিঝিল থানা, ছাত্র লীগ, পিতা-অজ্ঞাত, ৩/১ বেলি গেইট নং-৪, বঙ্গভবন, স্টাফ কোয়টির মতিঝিল, ৭। জালাল সরদার (৪০), পিতা-অজ্ঞাত, সাধারন সম্পাদক ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ, ৮। ইয়াছিন আলী রাজ (৪০), পিতা- অজ্ঞাত, সাং-২৫/১ গোপীবাগ আড়াইলেন, মতিঝিল, সভাপতি ৮ নং ওয়ার্ড যুব লীগ, ৯। মিলন (৪১), পিতা-অজ্ঞাত, সাধার সম্পাদক ৮ নং ওয়ার্ড যুব লীগ, ১০। শেখ পাপ্পু (২৯), সভাপতি ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ, ১১। মারুফ রেজা সাগর (৪৩), পিতা-অজ্ঞাত, সাং বি-১৯, ফ্ল্যাট নং ২২, এজিবি কলোনী, আইডিয়াল জোন, মতিঝিল, ঢাকা, সভাপতি ১০ নং ওয়ার্ড যুব লীগ, ১২। গোলাম হোসেন রনি (৩৫), পিতা-অজ্ঞাত, সাং ১০২/২, আরামবাগ দ্বিতীয়তলা, মতিঝিল, সাধারণ সম্পাদক, মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগ, ১৩। সোহেল ওরফে পাকন (৩৯), পিতা-অজ্ঞাত, ৮১/৩ আরামবাগ মগের গলি, মতিঝিল-ঢাকা, ১৪। সোহেল (৩৯) পিতা-অজ্ঞাত, সোচ্ছাসেবক লীগ, বাড্ডা, ১৫। রিয়াদ (২৯) পিতা- নজরুল, সাং- প-২৭ দক্ষিণ বাড্ডা, সহসভাপতি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, ১৬। জাকির হোসেন পিতা মৃত-দিলাম উদ্দিন, সাং-গোপীপাড়া উত্তর বাড্ডা, সভাপতি ২১ নং ওয়ার্ড যুব লীগ, ১৭। অসিকুর রহমান বাবু (৩৫), পিতা-অজ্ঞাত, সাংআফতাব নগর, ঢাকা। সাবেক সভাপতি- বাড্ডা থানা ছাত্রলীগ, ১৮। রায়হান (৪২), পিতা-অজ্ঞাত, সাং-মধ্য বাড্ডা, আলাতুন্নেছা রোড, সাবেক সভাপতি বাড্ডা থানা ছাত্রলীগ ১৯। ফারুক আহম্মেদ (৩০), পিতা-অজ্ঞাত, সাং-ট-১৭৬/২ রাবেয়া ভিলা মধ্য বাড্ডা, ২০। আতিকুর রহমান আতিক (৩৫), পিতা-আব্দুল গফুর বেপারী, কউন্সিলর, ৩৬ নং ওয়ার্ড, ২১। হাবীবুর রহমান বাবু (৩৯), পিতা- আফাজ উদ্দিন, সাং-আমুলিয়া পূর্বপাড়া, ডেমরা, ২২। আক্তার হোসেন খান (৪৪), পিতা ইস্রাফিল খান আওয়ামী প্রচার লীগ, ডেমরা, ঢাকা, ২৩। রফিকুল ইসলাম (৪৫), পিতা-মোঃ সফিজ উদ্দিন, সাং-আড়পাঙ্গাসিয়া, থানা-আমতলি, জেলা- বরগুনা, সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটি, ২৪। মোঃ কবির মিয়া (২৯), পিতা-অজ্ঞাত, সাংগঠনিক সম্পাদক বাড্ডা থানা ছাত্র লীগ, দক্ষিন বাড্ডা মাদ্রাসা গলি, ২৫। সিফাত (২৮), পিতা-জালাল সাংগঠনিক সম্পাদক বাড্ডা থানা ছাত্রলীগ, দক্ষিন বাড্ডা বাজার, বাড্ডা ২৬। মোঃ কাজল মিয়া (২৮), পিতা-অজ্ঞাত, সাধারন সম্পাদক ৯৭ নং ওয়ার্ড ছাত্রলীগ, ২৭। জাবেদ আলী (৩৯), পিতা-মৃত মদরিম আলী, সাং- খসরুপুর ইসলাম পাড়া, উসমানী নগর, সিলেট, ২৮। রিপন মিয়া (৩০), পিতা-সাত্তার আলী, সাং- খসরুপুর ইসলাম পাড়া, ২৯। সঞ্জিত কুমার দাস (৩৫), পিতা-শিবনাথ দাস, সাং-কবিরাজপুর, থানা- রাজৈর, জেলা-মাদারীপুর, ৩০। ইব্রাহীম সরকার সোহেল (৩৫), পিতা-লুৎফর রহমান, সাং-১/২ মানিক নগর, ঢাকা, ৩১। সৈয়দ মহররম হোসেন (৪৮), পিতা-সৈয়দ আমির হোসেন, সাং-৬/৭ সেগুন বাগিচা, ঢাকতাসহ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্র লীগ ও নিষিদ্ধ সংগঠনের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা এবং বিভিন্নভাবে সহায়তাকারী অজ্ঞাতনামা ১০০/১২০ জন নেতা কর্মী। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত আসামিরা ঘটনার বেশ কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য তৎপরতা চালিয়ে আসছিল।

উল্লেখ্য, গত ১০ নভেম্বরের কর্মসূচি নিয়ে শেখ হাসিনার একটি ‘কথিত’ ফোনকল ফাঁস হয়েছিল। এ ফোনকলে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে, তোমরা ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবা। আর একজনকে রেডি রাখবা ছবি তোলা ও ভিডিও করার জন্য। মিছিলে হামলা হলে যখন ট্রাম্পের ছবি ভাঙচুর করা হবে তখন ছবি তুলে রাখবা। ওই ছবি আমাকে পাঠিয়ে দিলে আমি ট্রাম্পকে পাঠিয়ে দেব। তার সঙ্গে আমার যোগাযোগ আছে।’

বাদীর আর্জিতে বলা হয়, ঘটনারদিনও জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর পরিকল্পনা ছিল। ওইদিন তারা সংঘবদ্ধ হয়ে সরকার বিরোধী মিছিল ও স্লোগান দিচ্ছিল। নিষেধ করার পরও তারা আইন অমান্য করেছে। মিছিল করেছে। পরে আইনশৃঙ্খলাবাহিনীর অপরাপর সদস্যরা এসে তাদের গ্রেফতারের চেষ্টা করলে মিছিলকারীরা দৌড়ে পালিয়ে যায়। মামলার বাদীর অনুমান সামনের কোনো সময়ও আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড সংঘঠিত করতে পারে আসামিরা।

আরও পড়ুন <> আ.লীগের ঝটিকা মিছিলের আয়োজক এবি ব্যাংকের ইভিপি, ছবিও তুলেছেন

এদিকে আলোচিত মামলার ৩১ নম্বর আসামি ব্যাংক কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মহররম হোসেনকে নিয়ে ব্যাংক পাড়ায় চলছে তোলপাড়। এর আগে যাত্রাবাড়ী থানায়ও এ ব্যাংকারের বিরুদ্ধে ছাত্রহত্যার মামলা হয়েছে। সৈয়দ মহররম হোসেন এবি ব্যাংকের ইভিপি পদধারী।

এবি ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান তানিয়া সাত্তার মৌখিকভাবে আপন দেশকে জানান, সৈয়দ মহররম হোসেনকে গুরুতর অভিযোগের ভিত্তিতে গত এক মাস আগে ব্যাংক থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। তার দাবি, কোন দলের সঙ্গে সম্পৃক্ততার দায়ভার ব্যক্তির উপরই বর্তায় তাতে এবি ব্যাংকের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। তবে বৃহস্পতিবারও (১৪ নভেম্বর) ব্যাংটিতে যথারীতি দায়িত্ব পালন করেছেন সৈয়দ মহররম হোসেন।

মামলার বাদী এসআই আব্দুল আজিজ সেক আপন দেশকে জানান, ১০ নভেম্বর মতিঝিলের ঝটিকা মিছিলের ঘটনা গুরুত্ব দিয়ে দেখছে মামলার তদন্ত কর্মকর্তা। আসামিদের শনাক্ত করন এবং গ্রেফতারের চেষ্টা চলছে বলেই জানান তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়