ফাইল ছবি
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে হাতিরঝিল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোন্ডা ইউনিয়নে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কিছু জমি রয়েছে। সেখানে একটি ছোট ঘর রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। এদিন সন্ধ্যায় বাসার বাইরে বের হলে স্থানীয় লোকজন তাকে দেখে উত্তেজিত হয়ে উঠে। পরে খবর দেওয়া হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত এসপি (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, হাতিরঝিল থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।