আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযোগ দিয়েছেন ছাত্রশিবিরের সাবেক সাত নেতা-কর্মী
আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাত নেতা-কর্মী। তারা কেউ র্যাব ও পুলিশের নির্যাতনে সারা জীবনের মতো পঙ্গু হয়েছেন, কেউ গুম হওয়ার দীর্ঘদিন পর ফিরে এসেছেন।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পৃথকভাবে লিখিত অভিযোগ দাখিল করেন শিবিরের সাবেক সাত নেতা-কর্মীরা। এখনও একজন নিখোঁজ রয়েছেন। তার পক্ষে তার ভাই লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীদের আইনজীবী ড. আমানুল্লাহ আল জিহাদী (আদীব) জানান, গুম, নির্যাতন, পঙ্গুত্ব বরণের মতো অমানবিক ও বর্বোচিত ঘটনায় জড়িত র্যাব-পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে।
ট্রাইব্যুনাল ও ভুক্তভোগী বাদী পক্ষের আইনজীবীরা জানান, অভিযোগকারীরা হলেন, পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আবাসিক শাখার কর্মী ও মতিহার থানাধীন বিনোদপুর বাজারের বাসিন্দা মো. জনি ইসলাম, চট্টগ্রাম বাঁশখালীর ছাত্রশিবিরের কর্মী মো. আব্দুল করিম, পঙ্গু হয়ে যাওয়া বগুড়া শেরেপুরের শিবিরের সাবেক কর্মী আলমগীর হোসেন, নির্যাতনে চোখ হারানো নোয়াখালীর দেলোয়ার হোসেন মিশু, পঙ্গু হয়ে যাওয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়ার সাইফুল ইসলাম তারেক, গুলশান ভাটারা থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন এবং ঝিনাইদহের রতনহাট উপজেলার একটি ইউনিয়নের ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. কামারুজ্জামান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।