Apan Desh | আপন দেশ

বেরোবি’র সাবেক প্রক্টর শরিফুল ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ১৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৪৯, ১৯ নভেম্বর ২০২৪

বেরোবি’র সাবেক প্রক্টর শরিফুল ৩ দিনের রিমান্ডে

ফাইল ছবি

রংপুরে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন তাকে আদালতে তোলেন। পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

উল্লেখ্য, সোমবার (১৮ নভেম্বর) রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ১৮ আগস্ট পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৩০ থেকে ৩৫ জনের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করা হয়। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ সাতজনের নাম মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার দায়ের করেন আবু সাঈদের ভাই ও মামলার বাদী রমজান আলী।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়