Apan Desh | আপন দেশ

রিমান্ডে আনিসুল-জ্যাকব, নতুন মামলায় গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ২০ নভেম্বর ২০২৪

রিমান্ডে আনিসুল-জ্যাকব, নতুন মামলায় গ্রেফতার ৮

ছবি : সংগৃহীত

পৃথক দু’টি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিন এবং সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

এ ছাড়া বিভিন্ন মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে। নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আনিসুল হককেও।

বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজীজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকাল ৮টার পর কঠোর নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে আনা হয়। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ দিনের এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

আইনজীবী আজীজুল হক দিদার জানান, ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব জসিমউদ্দিন রোডে ফজলুল করিম নামে একজনকে গুলি করে হত্যা মামলায় আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে রূপনগরে শামীম হাওলাদার নামের এক ব্যক্তি হত্যার মামলায় ভোলার সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকবকে তিন দিনের রিমান্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী আরও জানান, এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়