ছবি : সংগৃহীত
ছাত্র জনতার বিপ্লবে নিহতের পরিবারের দায়ের করা পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকার সিএমএম আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
লালবাগ থানায় করা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চকবাজার ও লালবাগ থানার হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেয়া হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও দলের নেতাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। এছাড়াও আন্তজার্ক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখিও হতে হচ্ছে তাদের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।