ছবি : সংগৃহীত
চট্টগ্রামে আদালতের ফটকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ২৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। এরমধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন হিসেবে অন্তত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম) বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনজীবী হত্যা ও আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতারে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায় যৌথবাহিনী। এসময় ২৭ জন সন্দেহভাজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে প্রকৃত অপরাধীদের গ্রেফতার দেখানো হবে।
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে নিহত হন আইনজীবী সাইফুল।
এদিকে, বুধবার সকাল সাড়ে ৮টায় নিহত আইনজীবীর ময়নাতদন্ত সম্পন্ন হয়। সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। ফলে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানি স্থগিত করা হয়েছে।
এর আগে কোতোয়ালী থানার নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।