Apan Desh | আপন দেশ

আপিল বিভাগেও জামিন মেলেনি হলমার্কের জেসমিনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৬, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:১৮, ২৮ নভেম্বর ২০২৪

আপিল বিভাগেও জামিন মেলেনি হলমার্কের জেসমিনের

ছবি : সংগৃহীত

আপিল বিভাগেও জামিন মিললো না হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের। ভুয়া এলসি দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় তাকে জামিন দেননি আপিল বিভাগ। জামিন আবেদনটি তিন মাস পর শুনানি করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে দুদকের তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান।

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায়  ৮ বছর ধরে কারাবন্দি জেসমিন। তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে বলেন এই মামলাটি যে আইনে করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা ৭ বছর জেল। কিন্তু তিনি জেলে আছেন ৮ বছর এ যুক্তিতে তাকে জামিন দেয়া হোক। তাছাড়া দুদকও চার্জশিট দিতে পারছে না।

তবে দুদকের পক্ষ থেকে জানানো হয় গত ৩০ অক্টোবর এ মামলায় চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তা। তবে এখন কমিশন না থাকায় তা এপ্রুভ করা যাচ্ছে না। পরে আপিল বিভাগ ৩ মাস জেসমিন ইসলামের জামিন শুনানি স্ট্যান্ডওভার রাখেন।

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় ২০১৯ সালের ১০ মার্চ হাইকোর্ট বিভাগ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে।

২০১৯ সালের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়