ফাইল ছবি
সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর ট্রাফিক পুলিশ। তাদের সঙ্গে কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্ররা। ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা এবং ট্রাফিক শৃঙ্খলা আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে ট্রাফিক পুলিশ। কিন্তু সড়কে ট্রাফিক আইন মানতে চায় না অনেকে। দেখা যায় অনেকে হেলমেট ছাড়াই মটোরসাইকেল চালাচ্ছে, অনেকেই উল্টা পথে গাড়ি চালাচ্ছে। আবার কারও লাইসেন্স নেই। এছাড়াও রয়েছে নানা রকম সমস্যা।
ট্রাফিক আইন মেনে চলুন, কথাটি আমাদের দেশে বহুল ব্যবহৃত। কিন্তু দিন দিন মোটরগাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনা। মোটরগাড়ি চালানোর আইন-কানুন না মানার কারনেই ঘটছে এসব দুর্ঘটনা। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও রয়েছে ট্রাফিক আইন। যা অমান্য করলে আপনার বিরুদ্ধে জরিমানা বা মামলা হতে পারে।
সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী ট্রাফিক আইনে কোন অপরাধের কত জরিমানা? তা জেনে নেই :
> লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ২৫,০০০ টাকা।
> রেজিস্ট্রেশন গাড়ি ড্রাইভিং ৫০,০০০ টাকা।
> ফিটনেসবিহীন গাড়ি ড্রাইভিং ২৫,০০০ টাকা।
> অতিরিক্ত গতিতে গাড়ি ড্রাইভিং ১০,০০০ টাকা।
> হেলমেট ছাড়া মোটরসাইকেল ড্রাইভিং ১০,০০০ টাকা।
> মোটরসাইকেলে ৩ জন আরোহন ১০,০০০ টাকা।
> ফুটপাতে গাড়ি ড্রাইভিং ১০,০০০ টাকা।
> উল্টো পথে গাড়ি ড্রাইভিং ১০,০০০ টাকা।
> পরিবেশ দূষণকারী গাড়ি ড্রাইভিং ২৫,০০০ টাকা।
> নেশা করে গাড়ি ড্রাইভিং ১০,০০০ টাকা।
> কন্ডাক্টর কতৃক গাড়ি ড্রাইভিং ১০,০০০ টাকা।
> চলন্ত অবস্থায় যাত্রী উঠানো/নামানো ১০,০০০ টাকা।
> ড্রাইভিং এর সময় মোবাইলে কথা বলা ৫,০০০ টাকা।
> সিটবেল্ট না বাঁধা ৫,০০০ টাকা।
> যাত্রীর সঙ্গে খারাপ আচারণ করা ৫,০০০ টাকা।
> অতিরিক্ত যাত্রী বহন ৫,০০০ টাকা।
> সড়ক দূঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা ২০,০০০ টাকা
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।