Apan Desh | আপন দেশ

স্বর্ণের বারসহ মালয়েশিয়ান নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৪৮, ৩০ নভেম্বর ২০২৪

স্বর্ণের বারসহ মালয়েশিয়ান নাগরিক আটক

ছবি : সংগৃহীত

১২টি স্বর্ণের বারসহ হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মালয়েশিয়ার নাগরিককে আটক করা হয়েছে। তার কাছে থেকে উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১ কেজি বলে জানা গেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন। তিনি বলেন, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক। আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বারের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা। প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি।

স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং একইসঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়