Apan Desh | আপন দেশ

৩ দিনের রিমান্ডে জামাল-রোকেয়া

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১০:৪২, ৪ ডিসেম্বর ২০২৪

৩ দিনের রিমান্ডে জামাল-রোকেয়া

ফাইল ছবি

মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকেও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় এ রায় দেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পালটা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়