Apan Desh | আপন দেশ

আমু-কামরুলকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:০৪, ৪ ডিসেম্বর ২০২৪

আমু-কামরুলকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে আরো একটি মামলায় গ্রেফতার দেখানো হলো। জুলাই-আগস্টে চলা গণহত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বুধবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে সকালে সকাল ১০টা ২০ মিনিটে কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। পরে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়রকৃত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের।

গত সোমবার (২ ডিসেম্বর) জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। 

গত ১৮ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে আটক করেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গত ৬ নভেম্বর ডিবি পুলিশ পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমুকে গ্রেফতার করে। তার বিরুদ্ধেও একই মামলা অভিযোগ আনা হয়েছে।
 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়