Apan Desh | আপন দেশ

হাইকোর্টের রায়ে দুলু খালাস, শমী কায়সারের জামিন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:২২, ১০ ডিসেম্বর ২০২৪

হাইকোর্টের রায়ে দুলু খালাস, শমী কায়সারের জামিন

ফাইল ছবি

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন তিনি। 

অন্যদিকে অভিনেত্রী শমী কায়সারকে তিন মাসের জামিন দেয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় তার জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 

২০০৪ সালের ফেব্রুয়ারিতে নাটোরে ১৮টি বাড়ি-ঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় দুলুকে আসামি করা হয়েছিল। নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছরের সাজা ও ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দিয়েছিল। তবে দুলুসহ ২৮ আসামি আপিল করলে হাইকোর্ট তাদের সকলকে বেকসুর খালাস দেয়।

অপরদিকে অভিনেত্রী শমী কায়সারকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। গত ৮ ডিসেম্বর শমী কায়সার জামিনের জন্য আবেদন করেন। ৫ নভেম্বর রাতে উত্তরা থেকে গ্রেফতারের পর তিন দিনের রিমান্ডে ছিলেন তিনি। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়