
ফাইল ছবি
সুপ্রিম কোর্টের ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। সাংবিধানিক বিধিমতে, রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সুপারিশগুলো বাস্তবায়ন করবেন। ওই বিচারপতিদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছিল। রোববার (১৫ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে এ তথ্য।
এর আগে, গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। ওই তদন্তের বেশ অগ্রগতি হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট চত্বরে গত ১৬ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওইদিন হাইকোর্ট বিভাগের ১২ বিচারককে বেঞ্চ না দেয়ার সিদ্ধান্তের কথা জানায় কোর্ট প্রশাসন। সে বিচারকগণ এখন বিচারকাজের বাইরে এবং ছুটিতে আছেন।
বিচারকরা হলেন, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।