Apan Desh | আপন দেশ

সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৪, ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:০২, ২০ ডিসেম্বর ২০২৪

সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার

ফাইল ছবি

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়। এ ছাড়া বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অর্ধশতজন আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়