Apan Desh | আপন দেশ

‘শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির তথ্য নেই প্রসিকিউশনে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ২২ ডিসেম্বর ২০২৪

‘শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির তথ্য নেই প্রসিকিউশনে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে। প্রসিকিউশনের বরাতে এমন খবর জানিয়েছিল গণমাধ্যমগুলো। তবে এ বিষয়ে প্রসিকিউশন দলের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 

রোববার (২২ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, রেড নোটিশ জারির বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই। এটি জানবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দফতর।

এদিন দেশের বিভিন্ন গণমাধ্যম চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বরাতে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির খবর প্রকাশ করে। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে প্রবেশ করে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর ১৩ নভেম্বর পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট শাখা এনসিবিতে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি করতে আবেদন করে ট্রাইব্যুনাল।

তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য। তিনি বলেন, ট্রাইব্যুনালে অনেকের বিরুদ্ধেই অভিযোগ এসেছে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত অগ্রাধিকারভিত্তিতে হচ্ছে। তদন্ত প্রতিবেদন এসে পৌঁছালে বিচার শুরু হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়