সংগৃহীত ছবি
রাজধানীর লালবাগ থানার মো. আলী হত্যা মামলার শুনানিতে আদালতে হাজির করা হয় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে। এসময় লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটানোকে কেন্দ্র করে তিনি বলেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন। ফাজলামি পাইছেন।
বুধবার (০৮ জানুয়ারি) সকালে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। সকাল ৯টার আগেই তাদের প্রিজন ভ্যানে করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।
আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে হাজতখানা থেকে আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় তাদের সিঁড়ি দিয়ে ৪ তালায় ওঠানো হয়।
এ সময় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। সেখানে হাজতখানা থেকে কোর্টের সিঁড়ি পর্যন্ত পুলিশ ব্যারিকেড তৈরি করেছিল। কামরুল ইসলামসহ অপর আসামিদের মাথায় হেলমেট, হাতে হাতকড়া ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে নেয়া হচ্ছিল।
কিন্তু সিঁড়ি দিয়ে উঠানোর সময় সমস্যা দেখা দেয়। আদালতের লিফট ব্যবহার না করে সরাসরি সিঁড়ি দিয়ে তাদের চার তলায় নিয়ে যাওয়ার সময় কামরুল ইসলাম চিৎকার করে পুলিশের নিরাপত্তা সদস্যদের প্রশ্ন করেন, ‘আদালতের লিফট কি নষ্ট? এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন। ফাজলামি পায়ছেন। ২ তলায় বলে তো চার তলায় উঠানো হচ্ছে।
ছাত্র আন্দোলনের চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত হন মো. আলী। এ ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেখানে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।