Apan Desh | আপন দেশ

সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:১৮, ২০ জানুয়ারি ২০২৫

সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ডিবি উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত পরে জানানো যাবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) তালেবুর রহমান জানিয়েছেন, মোস্তফা জালাল মহিউদ্দিনকে আদাবর থানার মুনছুরাবাদ এলাকা থেকে ডিবি গ্রেফতার করেছে। তবে কোন মামলায় গ্রেফতার করেছে, তা জানা যায়নি।’

জানা গেছে, জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি সাবেক এ এমপি। সে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে  আশ্রয় নেন শেখ হাসিনা। টানা ১৬ বছরের মতো দেশ শাসন করা দলটির নেতাদের অধিকাংশই ৫ আগস্টের পর থেকে লাপাত্তা। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেও আবার কেউ কেউ দেশেই আত্মগোপনে আছেন। এদের মধ্যে আবার অনেককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ঢাকা-৭ আসনের এমপিকে গ্রেফতারের কথা জানাল পুলিশ।

আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি।

মহিউদ্দিন ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। মহিউদ্দিন ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়