Apan Desh | আপন দেশ

বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ৩০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৫৭, ৩০ জানুয়ারি ২০২৫

বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ 

বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন

বিচার কাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। এদিন বেলা সোয়া ২টার দিকে সুপ্রিম কোর্টের প্রশাসন বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শফিকুল ইসলামের পাঠানো বার্তায় বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান পরিচালনাধীন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন। তার বিরুদ্ধে অসদাচরনের অভিযোগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের অনুসন্ধান চলমান রয়েছে।
 
গত বছর ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের মুখে হাইকোর্টের যে ক’জন বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ; শাহেদ নূরউদ্দিন তাদের একজন। তখন থেকে ছুটি নিয়ে তিনি বিচারকাজের বাইরে ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়