ছবি: আপন দেশ
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩১ জানুয়ারি) রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এর বিচারক দেবী রানী রায় এ আদেশ দেন।
এর আগে, শুক্রবার সকাল সোয়া ৯টায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয়। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি তিনি। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন বরেন। অপরদিকে, নুরুজ্জামান আহমেদের পক্ষে আইনজীবী ইফতা আখতার তাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। বিচারক দুই পক্ষের বক্তব্য শুনে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর পুলিশ তাকে আবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে যায়।
আদালতের আদেশের পর আসামিপক্ষের আইনজীবী ইফতা আখতার সাংবাদিকদের জানান, আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের এমপি ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারীতে। গত ৪ আগস্ট মুন্না নিহত হওয়ার ঘটনায় তাকে এক নম্বর আসামি করা দুঃখজনক। ঘটনার সময় তিনি রংপুরে ছিলেন না। অন্যায়ভাবে তাকে মুন্না হত্যা মামলায় আসামি করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নুরুজ্জামান আহমেদকে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ৫ আগস্টের পর থেকে তিনি ওই বাড়িতেই আত্মগোপন করে ছিলেন বলে জানায় পুলিশ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।