Apan Desh | আপন দেশ

লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের  সভাপতি সাত্তার, সম্পাদক লেলিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের  সভাপতি সাত্তার, সম্পাদক লেলিন

মো. আব্দুস সাত্তার ও মো. শাহেদ আহমেদ (লেলিন)

লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক পদে মো. শাহেদ আহমেদ (লেলিন) নির্বাচিত হয়েছেন। ১৫ সদস্যের কার্যকরী কমিটির মধ্যে সাত্তার-শাহেদ প্যানেল থেকে ১১ জন ও ইউনাইটেড প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন। এই দুই প্যানেল থেকে মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এ কে এম বশির ও শারমিন সুলতানা মৌসুমী, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, ট্রেজারার এ এস এম আনিসুজ্জামান (তুহিন), লাইব্রেরি সম্পাদক মো. রায়হানুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এস এম আলমগীর হোসেন। 

এছাড়া সদস্য পদে এইচ এম সাজেদুর রহমান (সাজু), মো. বেলায়েত হোসেন, মো. কবির হোসেন তালুকদার, মো. মহিউদ্দিন হাওলাদার, আব্দুল্লাহ মাসুদ রিয়ন, মাজেদা খাতুন, মো. ইমাম হোসেন খান মামুন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে শারমিন সুলতানা, বেলায়েত হোসেন, রায়হানুল ইসলাম ও মাজেদা খাতুন ইউনাইটেড প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাসুদ হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মো. সাজেদুল ইসলাম দায়িত্ব পালন করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়