Apan Desh | আপন দেশ

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল অনির্দিষ্টকাল বর্জনের ঘোষণা আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল অনির্দিষ্টকাল বর্জনের ঘোষণা আইনজীবীদের

ছবি: আপন দেশ

বিচারকের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ও ক্ষোভ থেকে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম।

এ সময় ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের নিয়ে ‘কটূক্তি ও অশালীন আচরণের’ অভিযোগ করেন তিনি।

খোরশেদ মিয়া বলেন, বহু আইনজীবীর সঙ্গে এমন দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা আইনজীবী সমিতিতে এক জরুরি সভা হয়। এতে সর্বসম্মতিক্রমে বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে এ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত হয়

জানা গেছে, বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) এক আসামির জামিন নামঞ্জুর করায় উপস্থিত আসামিপক্ষের আইনজীবীরা বিচারককে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় এজলাস ত্যাগ করে খাস কামড়ায় চলে যান তিনি। এরপর রোববার (০৯ ফেব্রুয়ারি) বিচারকের বিরুদ্ধে আইনজীবীরা আন্দোলন শুরু করায় ওইদিন এজলাসে ওঠেননি বিচারক। সেদিন বিচারক নূরে আলম আদালতে আসলেও বিচার কাজ অনুষ্ঠিত হয়নি।

পরদিন সোমবার (১০ ফেব্রুয়ারি) সোয়া ১১টায় এজলাসে ওঠেন বিচারক। এ সময় আদালত চত্বরে নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কয়েকজন আইনজীবী নিয়মিত মামলার শুনানি করেন। এরই মধ্যে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান দীপুর নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা বিচারকাজ পরিচালনায় বাধা দেন।

তারা বিচারককে উদ্দেশ করে বলেন, আপনি কি পুলিশ দিয়ে কোর্ট চালাবেন? আপনার প্রতি অনাস্থা জানিয়েছি, আপনি চলে যান। এক পর্যায়ে হট্টগোল শুরু হলে দুপুর ১২টার দিকে এজলাস ত্যাগ করেন বিচারক। 

এরপর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আদালতে আসেন বিচারক নূরে আলম। পরে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারী আইনজীবীরা এসে সংশ্লিষ্ট আদালতের পেশকারকে বলে যান, ‘আদালত যেন না বসেন। ’এরপর বিচারক আর এদিন এজলাসে ওঠেননি। পরে দুপুরের পর সভা করে আদালত বর্জনের ঘোষণা দিলো ঢাকা বার।

ট্রাইব্যুনালের কয়েকজন কর্মচারী জানান, এদিন সকাল সাড়ে ৮টায় আদালতে আসেন বিচারক। সকাল সাড়ে ১০টার দিকে এক আইনজীবী এসে আদালতে বসতে নিষেধ করলে সেই বিচারক আর এজলাসে ওঠেননি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়